রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের বাখমুতের উপকণ্ঠে একটি ছোট গ্রাম ক্রোমোভের নিয়ন্ত্রণ নিয়েছে। বুধবার এমন দাবি করেছে মস্কো। খবর এএফপির।
মস্কোর সৈন্যরা ২১ মাসের সামরিক আক্রমণের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের পর মে মাসে বাখমুত দখল করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছে, ‘বিমান ও আর্টিলারি ফায়ার দিয়ে সজ্জিত সেনারা সামনের সারিতে তাদের অবস্থান শক্ত করেছে এবং আর্টেমভস্কয় গ্রামটিকে মুক্ত করেছে।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রামটিকে আগের নামে ডেকেছে। তবে এএফপি দাবিটি যাচাই করতে পারেনি।