Tuesday, November 19, 2024
Google search engine
Homeধর্মপানি পান করার সাত সুন্নত

পানি পান করার সাত সুন্নত

রসুলুল্লাহ (স.) পানি পান করার সময় কিছু নিয়ম অনুসরণ করতেন, যা উম্মতের জন্য পালনীয়। এতে একদিকে যেমন রসুলুল্লাহ (স.)-এর অনুসরণ হবে, তেমনি মহান আল্লাহর নেয়ামতের যথাযথ হক আদায় হবে।

পানি পান করার সময় রসুলুল্লাহ (স.)-এর সুন্নতগুলো-

১. পানির পাত্র ব্যবহার করা। রসুল (স.) মশকের মুখে মুখ লাগিয়ে পান করতে বারণ করেছেন। (রিয়াদুস সালেহীন, হাদিস-৭৬৭)

২. পরিষ্কার পাত্রে পানি পান করা। রসুল (স.) এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, রাতের বেলা পানপাত্র আন্দোলিত না করে (পরিষ্কার না করে) পানি পান করবে না। তবে পাত্র ঢাকা অবস্থায় থাকলে ভিন্ন কথা। (ইবনে মাজাহ, হাদিস-৩৪৭১)

৩. আল্লাহর নাম নিয়ে পান করা। রসুল (স.) বলেন, যখন তোমরা পানি পান করার ইচ্ছা করবে, তখন শুরুতে বিসমিল্লাহ বলবে এবং শেষে আলহামদুলিল্লাহ। (তিরমিজি, হাদিস-১৮৮৫)

৪. ডান হতে পান করা। রসুল (স.) বলেন, তোমরা বাম হাতে আহার করো না। কেননা, শয়তান এভাবে আহার করে। (ইবনে মাজাহ, হাদিস-৩২৬৮)

৫. বসে বসে পান করা। শুধু জমজমের পানি ছাড়া পৃথিবীর সব পানি বসে পান করার নির্দেশ দিয়েছেন রসুল (স.)। মুসলিম, হাদিস-২০২৪)

৬. তিন শ্বাসে পান করা। রসুল (স.) বলেন, তোমরা কখনো উটের মতো এক চুমুকে পানি পান করো না। বরং তিন শ্বাসে পানি পান করবে। (তিরমিজি, হাদিস-১৮৮৫)

৭. গ্লাসে নিঃশ্বাস না ফেলা। রসুল (স.) কখনো পানি পান করার সময় গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না। (বুখারি, হাদিস-১৫৪)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments