গত বছর রাশিয়ার অভিযান শুরুর পর থেকেই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে তৎপরতা চালাচ্ছিল ইউক্রেন। আলোচনা শুরু থেকেই এতে বাধা দিয়ে আসছিল হাঙ্গেরি। তবে অবশেষে ইউক্রেনের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুতে রাজি হয়েছেন ইইউ নেতারা।
গতকাল বৃহস্পতিবার ইইউর ২৭ দেশের বৈঠকের পর আলোচনা শুরুর এ ঘোষণা আসে। বৈঠকে ইউক্রেন ছাড়াও মলদোভার সদস্য হওয়ার আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ইউরোপীয় জোট।
এ ঘটনাকে নিজ দেশ ও ইউরোপের ‘বিজয়’ হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, এ এক ঐতিহাসিক জয়ের মুহূর্ত। এ জয় কেবল ইউক্রেনের নয়, সামগ্রিকভাবে ইইউ-র। এ জয় আমাদের আরও বেশি উজ্জীবিত এবং শক্তিশালী করবে।
সূত্র: ডয়চে ভেলে