Monday, November 18, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকসহিংস ইসরায়েলি সেটেলারদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সহিংস ইসরায়েলি সেটেলারদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত এমন ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন।

দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিনকেন এক ঘোষণায় এ নিষেধাজ্ঞার কথা জানান। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, আজ থেকে এ ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আওতায় পড়েছেন কয়েক ডজন ইসরায়েলি সেটেলার এবং তাদের পরিবার। তবে মার্কিন নীতি অনুযায়ী প্রকাশ্যে তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

ব্লিনকেন বলেছেন, পশ্চিম তীরে সহিংসতা বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বেসামরিকদের প্রয়োজনীয় পরিষেবা এবং মৌলিক অধিকার গ্রহণে বাধাদানকারীরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

সম্প্রতি বাইডেন প্রশাসন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে – এ নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল। এবার শেষমেশ বাইডেন প্রশাসন ইসরায়েলিদের বিরুদ্ধে বিরল এ পদক্ষেপ নিলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments