‘পজ’ নামে কমেন্ট বা মন্তব্য মডারেশনের নতুন সুবিধা চালু করেছে ইউটিউব। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতা ও মডারেটররা কোনো একটি ভিডিওতে নতুন মন্তব্য বন্ধ করতে সক্ষম হবে। এর মাধ্যমে নির্মাতারা তাদের মন্তব্য বিভাগে আরো নিয়ন্ত্রণ পাবেন।
এক ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে, ‘আমরা পজ নামে একটি নতুন, ঐচ্ছিক মন্তব্য মডারেশন সেটিং চালু করছি যা আপনাকে, নির্মাতা হিসাবে ভিডিওর মন্তব্য সেকশন নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে ইতিমধ্যে প্রকাশিত মন্তব্যগুলো প্রদর্শিত হবে।’
গত অক্টোবরে নতুন পজ ফিচারের পরীক্ষা শুরু করে ইউটিউব। এবার আনুষ্ঠানিকভাবে সেটি চালু হয়েছে।
উল্লেখ্য, এর আগে মন্তব্য পুরোপুরি বন্ধের কোনো উপায় ছিল না। বরং নির্মাতা বা মডারেটররা মন্তব্যগুলো প্রকাশের আগে পর্যালোচনা করতে পারতেন অথবা তাদের চ্যানেলের সব ভিডিওর জন্য মন্তব্য বন্ধ করতে পারতেন। নতুন সুবিধার ফলে প্রতিটি ভিডিওর জন্য আলাদাভাবে সেগুলো এখন নিয়ন্ত্রণ করা যাবে।