Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকঅবশেষে দলীয় প্রতীক ফিরে পেলো ইমরান খানের পিটিআই

অবশেষে দলীয় প্রতীক ফিরে পেলো ইমরান খানের পিটিআই

নানা নাটকীয়তা আর দুবার বাতিলের পর অবশেষে দলীয় ‘ব্যাট প্রতীক’ ফিরে পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পেশোয়ার হাইকোর্ট (পিএইচসি) বুধবার পিটিআইয়ের প্রতীক ফিরিয়ে দিয়েছে। পাকিস্তানের আসন্ন নির্বাচনে ব্যাট প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার আর কোনো বাধা রইলো না ইমরান খান ও তার দলের।

বিচারপতি ইজাজ আনোয়ার ও বিচারপতি আরশাদ আলীর সমন্বয়ে গঠিত পিএইচসির দুই সদস্যের বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন।

পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) আন্তঃদলীয় নির্বাচনকে বাতিল ও অকার্যকর ঘোষণা এবং তাদের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ প্রত্যাহার করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদন করেছিল পিটিআই। আবেদনের শুনানির পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আদালত মামলায় সব পক্ষের শুনানি করেন।

রায়ে আদালত ইসিপির সিদ্ধান্তকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন। রায়ের পরে, আদালত নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাকে পিটিআইকে একটি শংসাপত্র দেওয়ার নির্দেশ দেয় এবং দলটির প্রতীক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে।

আদালত বলেছে, ‘পিটিআই একটি নির্বাচনী প্রতীক পাওয়ার অধিকারী রাজনৈতিক দল।’

এর একদিন আগে ইসিপি ও পিটিআইয়ের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি করেন আদালত। আজকের শুনানিতে আদালত এ মামলায় অন্য পক্ষের শুনানি করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments