জয় বাংলাদেশ : যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নিউইয়র্কে পাকাপোক্তভাবে বসবাস করতে গিয়ে অভিবাসন কেন্দ্রীক কোন সমস্যার সম্মুখীন হলে কুইন্স বরো ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করতে পারেন । কুইন্স বরো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের ইমিগ্রেশন অ্যাফেয়ার্স বিভিন্ন মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে।
কুইন্স ডিস্ট্রির অ্যাটর্নি মেলিন্ডা কাটজ বলেছেন, কারও যদি কোনো ধরনের অভিবাসন সমস্যা থেকে থাকে, তাহলে তারা তার অফিসের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ পেতে পারেন। তিনি জানান, আমি এই বরোর নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি দেশের বৃহত্তম অভিবাসী জনসংখ্যার আবাসস্থল। অভিবাসন সমস্যা ফৌজদারি বিচারব্যবস্থার জন্য অনন্য চ্যালেঞ্জ নিয়ে আসে।
আমার অফিস অব ইমিগ্র্যান্ট অ্যাফেয়ার্স আপনার স্ট্যাটাস নির্বিশেষে আইনি ব্যবস্থার মাধ্যমে গাইড হিসেবে কাজ করে। অভিবাসী- বিষয়ক সহায়তা পেতে ৭১৮-২৮৬-৬৬৯০- এ আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা OIA@queensda.org ইমেল করারও পরামর্শ দিয়েছেন তিনি।