Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজআইন পেশায় নিষিদ্ধ হলেন নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি

আইন পেশায় নিষিদ্ধ হলেন নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি

জয় বাংলাদেশ : নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে আইন পেশায় নিষিদ্ধ করা হয়েছে। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের চেষ্টায় অংশ নেওয়ায় তাঁকে এ শাস্তি দেওয়া হয়।

মঙ্গলবার দ্য নিউইয়র্ক সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত জানান। আইন পেশা থেকে তাঁকে নিষিদ্ধের আদেশ দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন রুডি জুলিয়ানি। এ ছাড়া নিউইয়র্কের মেয়রও ছিলেন তিনি। ২০২০ সালের নির্বাচনের পরপরই ট্রাম্প যখন অভিযোগ তোলেন নির্বাচনে কারচুপি হয়েছে, তখন থেকেই তাঁর পাশে ছিলেন রুডি জুলিয়ানি। এ জন্য সমালোচিতও হয়েছেন তিনি। নির্বাচন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করায় পরের বছর নিউইয়র্কের আদালত তাঁর আইন পেশার নিবন্ধন স্থগিত করেন।

একসময় নিউইয়র্কের জনপ্রিয় মেয়র ছিলেন রুডি জুলিয়ানি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ঘটনার পর বিধ্বস্ত নগরীকে দক্ষতার সঙ্গে সামাল দিয়েছিলেন জুলিয়ানি। এ কারণে যুক্তরাষ্ট্রের মানুষ তাঁকে ‘আমেরিকার মেয়র’ হিসেবে অভিহিত করেছেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments