তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূত মুদ্দাসির টিপু জানিয়েছেন, শনিবার ইরানের সারাভানে নয়জন পাকিস্তানি নিহত হয়েছেন। খবর ডনের।
ইরানের মেহর বার্তা সংস্থা শনিবার এর আগে জানিয়েছে, ‘প্রত্যক্ষদর্শীদের মতে, আজ (শনিবার) সকালে অজানা সশস্ত্র লোকেরা সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের সিরকান পাড়ায় একটি বাড়িতে নয়জন অ-ইরানিকে হত্যা করেছে। তবে কোনও গোষ্ঠী বা ব্যক্তি হত্যার দায় স্বীকার করেনি।’
বেলুচ অধিকার গোষ্ঠী হালভাশ তাদের ওয়েবসাইটে বলেছে, নিহতরা পাকিস্তানি শ্রমিক। তারা একটি অটো মেরামতের দোকানে কাজ করতেন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রাষ্ট্রদূত মুদাসির বলেন, ‘সারাভানে নয়জন পাকিস্তানীকে ভয়ঙ্করভাবে হত্যার ঘটনায় গভীরভাবে মর্মাহত। দূতাবাস শোকসন্তপ্ত পরিবারকে পূর্ণ সহায়তা দেবে। কৌঁসুলি জাহিদান ইতিমধ্যে ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছেন যেখানে আহতদের চিকিৎসা চলছে। আমরা ইরানকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছি।’
মুদাসির তেহরানে আসার পরদিন এই ঘটনা ঘটেছে। আগের দিন মুদাসির বলেছিলেন, তিনি ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির কাছে তার পরিচয়পত্র পেশ করতে পেরে সম্মানিত হয়েছেন।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে রোববার ইসলামাবাদে পৌঁছাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
গত সপ্তাহে, ইরান বেলুচিস্তানের সীমান্ত শহর পাঞ্জগুরে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটি হিসেবে বর্ণনা করে পাকিস্তানে হামলা শুরু করেছিল। ঘটনায় কঠোর নিন্দা ও কূটনৈতিক সম্পর্কের অবনতি বলে অভিহিত করেছে ইসলামাবাদ।