Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৩২ দেশকে ইসরায়েলের চিঠি

ইরানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৩২ দেশকে ইসরায়েলের চিঠি

ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দিতে বৈশ্বিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, তিনি দেশগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এবং দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘মিসাইল ও ড্রোন হামলার সামরিক প্রতিক্রিয়ার পাশাপাশি, আমি ইরানের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণের নেতৃত্ব দিচ্ছি।’

কাৎজ বলেছেন, তিনি ৩২টি দেশে চিঠি পাঠিয়েছেন এবং অসংখ্য প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন যাতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি ইরানকে থামাতে এবং দুর্বল করতে বিপ্লবী গার্ডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের এখনই ইরানকে থামাতে হবে, অনেক দেরি হওয়ার আগে।’

মধ্যপ্রাচ্যে সংঘাতের বৃদ্ধি এড়াতে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে সংযম থাকার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েল বলেছে, তারা শিগগিরই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইরানের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিয়ে জি৭ দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments