জয় বাংলাদেশ: ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডারকে ‘সর্বোচ্চ সম্মাননা’ প্রদান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
শীর্ষ সামরিক ব্যক্তিদের উপস্থিতিতে কমান্ডার আমির আলী হাজিজাদেহ সর্বোচ্চ নেতার কাছ থেকে ‘ফাতেহ’ পদক গ্রহণ করেন।
পদকটি সর্বোচ্চ সামরিক সম্মানগুলোর মধ্যে একটি, যা সামরিক কৃতিত্বের জন্য দেওয়া হয়। এটি ১৯৮০-এর দশকে আট বছরের ইরান-ইরাক যুদ্ধের সময় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে অল্প সংখ্যক নেতাই এই পদক লাভ করেছেন।
গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। হামলার পর ইসরায়েলজুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সেভাবে প্রকাশ করেনি ইসরায়েল।
সম্প্রতি হামাস, হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রেভ্যুলশনারি গার্ড। তারা বলছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয়, তবে আরও হামলা চালানো হবে।