Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদউখিয়ায় সুইডেনের রাজকুমারী, কথা বলেন রোহিঙ্গাদের সঙ্গে

উখিয়ায় সুইডেনের রাজকুমারী, কথা বলেন রোহিঙ্গাদের সঙ্গে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া। এরপর থেকে ব্যস্ত সময় পার করেছেন। তিনি মিয়ানমারের নির্যাতিত বাস্তুচ্যুতদের সঙ্গে কথা বলেন।

বুধবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে সরাসরি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুর রহমান, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, উখিয়া সার্কেল মোহাম্মদ রাসেল মিয়া, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনসহ ঢাকাস্থ সুইডেনের দূতাবাসের কর্মকর্তারা।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের খুরুস্কুলের জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এরপর আকাশপথে ঢাকায় ফেরেন ভিক্টোরিয়ার।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ পাঁচদিনের সফরে বাংলাদেশে আসেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় সুইডেন দূতাবাস ও ইউএনডিপির তথ্য বলছে, ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments