Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজএনওয়াইপিডির কমিশনার এডওয়ার্ড ক্যাবানের পদত্যাগের দাবি

এনওয়াইপিডির কমিশনার এডওয়ার্ড ক্যাবানের পদত্যাগের দাবি

জয় বাংলাদেশ: নিউইয়র্ক সিটি মেয়র অ্যাডামস প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্তকে ঘিরে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডির) কমিশনার এডওয়ার্ড ক্যাবানের পদত্যাগের জোরালো দাবি ওঠেছে।
সম্প্রতি ক্যাবানের বাড়িতে তল্লাশীসহ একাধিক পুলিশকে জিজ্ঞাসাবাদ করেছে ফেডারেল কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশকে তাদের কম্পিউটারে থাকা কোনো ধরনের তথ্য মুছে ফেলতে নিষেধাজ্ঞা দিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ।

অ্যাডামস প্রশাসনের সিদ্ধান্তের ওপর ক্যাবানের পদত্যাগের বিষয়টি নির্ভর করলেও ফেডারেল সরকারকে তাদের কাজ করতে বাঁধা দেবেন না বলে ইতোমধ্যে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। এ নিয়ে কোন গুজবকেও প্রশ্রয় দেননি বলে দাবি করেন তিনি।

গত বছর ক্যাবানকে পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেন মেয়র এরিক অ্যাডামস। তবে আগামীতে ক্যাবান এই পদে বহাল থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এ বিষয়ে মেয়র অ্যাডামসের কোন বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া গত সপ্তাহে ক্যাবান ছাড়াও আরো দুই ডেপুটি মেয়র ও স্কুলস চ্যান্সেলরের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ। এ বিষয়ে মেয়র অ্যাডামসের কোন উল্লেখযোগ্য ভূমিকা দেখা যায়নি।

নিউ ইয়র্ক সিটি কাউন্সিল সদস্য রবার্ট হোলডেনের মতে, ক্যাবানের পদত্যাগ করা উচিত।

তবে চলমান তদন্তে এখনো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তদন্তের কারণও স্পষ্ট নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments