Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজএবার নিউইয়র্ক সিটির মেয়র পদে সেনেটর জেসিকা রামোস

এবার নিউইয়র্ক সিটির মেয়র পদে সেনেটর জেসিকা রামোস

জয় বাংলাদেশ : আসছে ২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইর্য়র্ক সিটির মেয়র নিবার্চন। এ নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসাবে এবার নিজের নাম প্রস্তাব করে প্রচারণায় নেমেছেন নিউইয়র্ক রাজ্যের সেনেটর জেসিকা রামোস । এ এক এমন সময় তিনি মেয়দ পদে দাড়ানোঁর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিলেন যখন সিটি হলের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে ।

মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে করছে এফবিআই তদেন্তর অংশ হিসাবে অনুসন্ধানের সময় বাড়ি তল্লাশি করা হয়েছে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন জব্দ করা হয়েছে। এনওয়াইপিডি কমিশনার এডওয়ার্ড কাবান বৃহস্পতিবার পদত্যাগ করেছেন এই তদন্তের মধ্যেই। প্রাক্তন এফবিআই কর্মকর্তা টম ডনলনকে অস্থায়ী এনওয়াইপিডি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতির মধ্যে, সেনেটর রামোস “পিআইএক্স অন পলিটিক্স” এর হোস্ট ড্যান মানারিনোর সাথে সাক্ষাৎ করেন এবং তিনি কেন মেয়র পদে দাঁড়াচ্ছেন ও তদন্ত নিয়ে তার মতামত শেয়ার করেন।

রামোস বলেন, “এই সপ্তাহে এত খবর থাকবে আমি জানতাম না, কিন্তু এটি সিটি হলের অদক্ষতা নিয়ে কথা বলার সঠিক সময়। আমি খুবই দুঃখিত যে কমিশনার কাবানকে পদত্যাগ করতে হয়েছে, কিন্তু তিনিই একমাত্র নন যিনি তদন্তাধীন। যারা তদন্তাধীন, তাদের সবারই পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি।”

এছাড়া, রামোস মেয়র অ্যাডামসেরও পদত্যাগ করা উচিত কিনা সে বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা জানি না যে তিনি তদন্তের কেন্দ্রবিন্দুতে আছেন কিনা। আমি বিশ্বাস করি যে এফবিআই সঠিকভাবে কাজ করছে। যখন কোনো অন্যায় প্রকাশ পাবে, তখন বিচার হওয়া উচিত এবং অপরাধীদের পুরোপুরি শাস্তি দেওয়া উচিত।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments