Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজকমিউনিটি অপ-ডেট : মেট্রো-নর্থ পরিকল্পনার টিকেট কিনছে ব্রঙ্কস

কমিউনিটি অপ-ডেট : মেট্রো-নর্থ পরিকল্পনার টিকেট কিনছে ব্রঙ্কস

জয় বাংলাদেশ : নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস কমিউনিটি অপ-এডে লিখেছেন, আবাসন সংকটে নিউইয়র্ক সিটি। বাড়ছে জনসংখ্যা এর বিপরীতে মিলছেনা মাথা গোজাঁর ঠাইঁ । আবার যদিও বা বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে নিউইয়র্কবাসীর অর্ধেক তাদের আয়ের ৩০ শতাংশের বেশি বাড়িভাড়া প্রদান করে। এমন অবস্থায় নিউইয়র্ক সিটির ৫টি বরোর মধ্যে ব্রঙ্কসে আবাসন প্রকল্প বাড়ানোর উদ্যােগ নেয়া হচ্ছে।
মেয়র লিখেছেন , চলতি মাসের শুরুতে সিটি কাউন্সিল সিটির প্রশাসনের ব্রঙ্কস মেট্রো-নর্থ স্টেশন এরিয়া প্ল্যান অনুমোদন করেছে, যা যুগান্তকারী। এই পরিকল্পনার আওতায় প্রায় ৭ হাজার নতুন বাড়ি তৈরি করা হবে, যার মধ্যে স্থায়ীভাবে আয়-সীমাবদ্ধ সাশ্রয়ী মূল্যের আবাসন থাকবে এবং ১০ হাজার স্থায়ী চাকরি তৈরি হবে। পাশাপাশি ব্রঙ্কসে ২০২৭ সাল নাগাদ চারটি নতুন ব্র্যান্ডের মেট্রো-নর্থ ট্রেন স্টেশন স্থাপন করা হবে। এটি ইস্ট ব্রডসে বসবাসকারী কর্মজীবী মানুষ, পরিবার, অভিবাসী এবং তরুণদের জন্য যুগান্তকারী হবে।

ব্রঙ্কস মেট্রো-নর্থ এরিয়া প্ল্যানটি জনসাধারণের সুযোগ-সুবিধা ও অবকাঠামোতে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগের সাথে এই নতুন বাড়ি ও চাকরি পরিপূরক হবে। পথচারীদের জন্য বাড়বে নিরাপত্তা এবং নতুনভাবে সংস্কার করা হবে সব কিছু। পাবলিক পার্ক ও উন্মুক্ত স্থানগুলোতে সহজে পরিবহন থাকায় এই পরিকল্পনাটি আগামী কয়েক দশক ধরে ইস্ট ব্রঙ্কসে স্থানগুলোকে সুপরিকল্পতিভাবে বসবাসের উপযোগী করে গড়ে তোলা হবে।

মেয়র এরিক জানান, কয়েকটি শক্তিশালী পরিকল্পনা প্রচেষ্টার মধ্যে ব্ৰঙ্কস মেট্রো নর্থ স্টেশন প্ল্যান হলো একটি যা আমরা পাঁচটি বরোজুড়ে আরও আবাসন এবং চাকরি তৈরি করার প্রস্তাব করেছি। একই ভাবে সেন্ট্রাল ব্রুকলিন, মিডটাউন আইল্যান্ড সিটি এবং জ্যামাইকাসহ পাঁচটি হাউজিং ইউনিট সরবরাহতে বরাদ্দ ও বিনিয়োগ করা হবে। বরোজুড়ে আগামী ১৫ বছরে প্রায় ৫০ হাজার আবাসন প্রকল্প গড়ে তোলার যে উদ্যােগ সেটিতে কিন্তু আমরা সেখানে থেমে নেই। আমাদের ‘সিটি অফ ইয়েস ফর হাউজিং অপারচুনিটি’ প্ল্যান পুরোনো জোনিং নিয়মকে সরিয়ে আগামী ১৫ বছরে ১ লাখ ৮ হাজারের বেশি নতুন বাড়ি তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে। আমরা আমাদের বাড়ির পিছনের দিকের উঠোনে নতুন বাড়িকে ‘ইয়েস’, আমাদের ব্লকগুলোতে ‘ইয়েস’ এবং প্রতিটি মহল্লায় আরও কিছু আবাসনের জন্য ‘ইয়েস’ বলছি। আমরা রেকর্ড মাত্রায় সাশ্রয়ী মূল্যের আবাসনেও বিনিয়োগ করছি, বর্তমান দশ বছরের পরিকল্পনায় ২৬ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হচ্ছে।

মেয়র লেখেছেন , আমি জানি আবাসনের নিরাপত্তা ছাড়া বাঁচতে কেমন লাগে। গৃহহীনতার প্রান্তে বেড়ে ওঠা আমার ভাইবোন এবং আমাকে জামাকাপড় ভর্তি ট্র্যাশ ব্যাগ নিয়ে স্কুলে যেতে হয়েছিল। কারণ আমরা নিশ্চিত হতে পারিনি যে কিছু রাত কোথায় ঘুমাবো। নিউইয়র্কবাসীরা যখন একটি সাশ্রয়ী মূল্যের বাড়ির চাবি পায় তখন কী হয় তাও আমি জানি। তারা যখন তাদের স্বপ্ন তৈরি করার জন্য একটি স্থিতিশীল ও নিরাপদ জায়গা পেয়েছে, তখন আমি তাদের হাসি ও স্বস্তি দেখেছি।
এই কারণে প্রথম দিন থেকেই এই প্রশাসন আরও সাশ্রয়ী এবং আরও বাসযোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের তৈরি প্রতিটি সাশ্রয়ী মূল্যের বাড়ি মানে নিউইয়র্কের আরেকটি গল্প চলতে থাকে। আমাদের শহরের প্রতিটি নতুন বাড়ি মানে আরও চাকরি, কম ভাড়া, শক্তিশালী অর্থনীতি এবং নিউইয়র্কবাসীর জন্য একটি ভালো ভবিষ্যত ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments