জয় বাংলাদেশ : গত কয়েক বছরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে কানাডায় ধারাবাহিকভাবে বৈরি আবহাওয়া দেখা যাচ্ছে। ফলে দেশটির বিভিন্ন প্রদেশের বনজঙ্গলে দাবানল এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। কানাডার এই দাবানলের প্রভাব পড়েছে নিউইয়র্কের আকাশেও । নিউইয়র্ক সিটির আবহাওয়া অধিদপ্তর AirNow.gov জানিয়েছে, বুধবার নিউ ইয়র্ক সিটির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯২ এ পৌঁছেছে, যার প্রধান দূষক হচ্ছে PM2.5, সূক্ষ্ম কণিকা যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে নিউ ইয়র্কবাসীরা হয়তো সিটির বিভিন্ন জায়গায় হেজি পরিস্থিতি লক্ষ্য করেছেন । যা আরও কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সিটির কর্মকর্তারা।
নিউ ইয়র্ক সিটি ইমারজেন্সি ম্যানেজমেন্ট ( এনএয়াসিইএম) জানিয়েছে , ২০২৩ সালের ৭ জুন কানাডার বন অগ্নিকাণ্ডের ধোঁয়ার কারণে নিউ ইয়র্ক সিটিতে ধোঁয়া ও কুয়াশার কারণে আকাশ দেখা না যাওয়ার মতো ঘটনা ঘটেছিল এখন হয়তো পরিস্থিতি তেমন হবার শংকা রয়েছে । এ অবস্থায় নগরবাসীর স্বাস্থ্য ঝুকিঁ বিবেচনায় বায়ু গুণমানের স্তরের তীব্রতার ওপর ভিত্তি করে নতুন প্রোটোকল এবং পদক্ষেপ নেবার পরামর্শ দিয়েছে এনএয়াসিইএম । যার মধ্যে অন্যতম হলো , স্বাস্থ্য ঝুকিঁতে থাকা নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং সচেতনতা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ পরিষেবা নিশ্চিত এবং অবকাঠামোর উপর প্রভাব পর্যবেক্ষণ এবং ট্র্যাক করা, সিটির অধিবাসীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা, স্কুলের কার্যক্রম পরিবর্তন করা একই সাথে পরিষেবাগুলি এবং আউটডোর ইভেন্ট সীমিত করা।