জয় বাংলাদেশ : ডেমোক্র্যাটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন চার নারী। পেনিসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের উদ্বুদ্ধ করতে কাজ করছেন তারা।
প্রচারণা চালানো এসব নারী আর কেউ নন, হ্যারিসের লাইন সিস্টার, যারা আলফা কাপা আলফা সরোরিটি গ্রুপের সদস্য, সেই সাথে হ্যারিসের একনিষ্ঠ সমর্থক। ১৯৮৬ সালে হাওয়ার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী থাকাকালীন প্রথম তৈরি হয়েছিল এই গ্রুটটি।
ব্যক্তি জীবনে কামালা হ্যারিস কেমন, কতটুকু দায়িত্ব সচেতন এই বিষয়গুলো তুলে ধরেন ডিভাইন নাইনের ৩৮ বছর বয়সী এই চার নারী।
আলফা কাপা আলফা হচ্ছে ডিভাইন নাইনের একাংশ। এটি ঐতিহাসিক ব্ল্যাক ফ্রাটেরনিটিজ অ্যান্ড সরোরিটিস গ্রুপ।
ব্ল্যাক গ্রিক লাইফে ডিভাইন নাইন অনেক গুরুত্ব বহন করে। এখানকার বেশিরভাগ গ্রুপের জন্ম একবিংশ শতাব্দীর শুরুর দিকে। এসব গ্রুপের শীর্ষ সদস্যদের মধ্যে ছিলেন মার্টিন লুথার কিং , রোজা পার্ক এবং জন লুইসের মতো সিভিল রাইটস মুভমেন্টের নেতারা। আরো ছিলেন, লেখক টনি মরিসন এবং কংগ্রেসওম্যান শার্লি চিজম। অলাভজনক সংগঠন হিসেবে জাতীয় নির্বাচনে কোন প্রার্থীকে সরাসরি সমর্থন করতে পারে না এটি। তবে এর হাজারো সদস্যদের মধ্যে যে কেউ যে কোন প্রার্থীকে সমর্থন ও তার পক্ষে কাজ করতে পারেন।
চলতি বছর হ্যারিসের পক্ষে তার লাইন সিস্টাররা মেনেছেন ভোটের মাঠে কাজ করছেন। ব্যাটেলগ্রাউন্ড স্টেইট পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া ও নেভাডায় স্বেচ্ছাসেবী নিয়োগ করে ভোটারদের উদ্দুদ্ধ করতে কাজ করছেন তারা। বাসে করে ঘুরচ্ছেন তারা।
ডিভাইন নাইনের কেউ কেউ আবার রাজনৈতিক অ্যাকশন কমিটি শুরু করেছেন, যারা হ্যারিসের জন্য তহবিল সংগ্রহ করছেন। আলফা পাই আলফা গ্রুপের সদস্য এবং ডিভাইন নাইন বইয়ের লেখক লরেন্স লুই বলেন, প্রার্থীদের জন্য তহবিল একটি বড় বিষয়। আর এই সংগঠনের সদস্যদের পক্ষে তহবিল সংগ্রহ করা সহজ।
লরেন্স বলেন, এবারের প্রেসিডেনশিয়াল প্রার্থীদের একজনের সাথে এই গ্রুপের সরাসরি সংযোগ রয়েছে। তাও আবার গ্রুপ সৃষ্টির সময় থেকেই।
ওগেমা সাই ফাই’র এক সদস্য জানান, ফিলি থেকে বস্টন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের উদ্বুদ্ধ করার কাজটি বেশ উৎসাহ নিয়েই করছেন তিনি। হ্যারিসের জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদি এই গ্রুপের সদস্যরা। তাদের মতে, তরুণ ভোটাররা বিশ্বাস করেন হ্যারিসকে, আস্থা রাখেন কাজের প্রতি দায়িত্ববোধকে।
হ্যারিসের লাইন সিস্টাররা এখন অপেক্ষায় আছেন তাদের প্রিয় ব্যক্তিত্বের বিজয়ের।