Tuesday, November 19, 2024
Google search engine
Homeভ্রমণকাশ্মীর ভ্রমণ টিপস

কাশ্মীর ভ্রমণ টিপস

আসছে শীতকাল বেড়ানোর একটি উপযুক্ত সময়। এ সময় ঘুরতে যেতে দেশের বাইরে কাশ্মীরের সৌন্দর্যের লীলাভূমি ভূস্বর্গকে বেছে নিতে পারেন। আপনাদের জন্য কিছু টিপস।

ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে এক থেকে দুই মাস আগে বিমানের টিকেট কাটলে খরচ কম পড়বে।

শীতকালে কাশ্মীর যাওয়ার ক্ষেত্রে অবশ্যই শীতের প্রস্তুতি নিয়ে যেতে হবে।

কাশ্মীরে ট্রিপে একটু সময় নিয়ে যাওয়া ভালো। সেই ক্ষেত্রে ছয় দিনের সময় নিয়ে গেলে ভালো হবে।

কাশ্মীরের টুরিস্ট স্পটগুলোতে ভ্রমণের মজা বাড়ানোর নানা কথা বলে ও প্রলোভন দেখিয়ে বেশ কিছু চাটুকার লোকজন টাকা

হাতিয়ে নেয়। তাই নিজে ভালোভাবে আগে যাচাই করে টাকা খরচ করবেন। ভালো বুদ্ধি হলো সীমান্ত পার হয়ে কলকাতা গিয়ে

তারপর কাশ্মীর যাওয়া, তাতে কলকাতাও দেখা হবে ও খরচও কম হবে। আবার সাথে ফেরার পথে চাইলে লাদাখ ও ঘুরে আসতে

পারেন।

আগেই অনলাইনে টাকা ও রুপির রেট জেনে টাকা রুপিতে এক্সচেঞ্জ করে নিবেন।

যেকোনো জিনিস কেনার আগে দামাদামি করবেন কারণ কাশ্মীরে সবকিছুর দাম বাইরের পর্যটকদের কাছে একটু বেশি চাওয়া হয়।

কাশ্মীরের খাবারে মশলা বেশি থাকে তাই একটু বুঝে শুনে খেতে হবে।

এখানে সাধারণত রাত ৮টার পর সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

কাশ্মীর ভ্রমণের আগে ট্র্যাভেল ট্যাক্স ৫০০ টাকা সোনালি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments