Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদকোম্পানীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

কোম্পানীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

জয় বাংলাদেশ: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৯টায় ইউনিয়নের চর এলাহী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মতিন তোতা, তার ছেলে ইব্রাহিম, ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন শ্রমিকদল নেতা মিজানুর রহমান, চর এলাহী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ ১০ জন।

জানা যায়, বুধবার সকাল থেকে চর এলাহী ইউনিয়নে বিএনপির একজন শীর্ষ নেতা ত্রাণ বিতরণের কর্মসূচী দেন। এ কর্মসূচীর আলোকে চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও যুবদল নেতা ডাঃ ফরিদসহ ত্রাণ বিতরণের প্রচারণা চালানোর সময় আবদুল মতিন তোতার নেতৃত্বে তার ছেলেরাসহ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে ঢাকার পপুলার হাসপাতালে ও ইউনিয়ন শ্রমিকদল নেতা মিজানুর রহমানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপি নেতা আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিম জানান, সাবেক বিএনপি সভাপতি ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজ, ডাঃ ফরিদসহ আরো কিছু লোকের পরিকল্পনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে আমার বাবার ওপর হামলা চালায়।

চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন জানান, আবদুল মতিন তোতা এবং তার ছেলেরা চর এলাহী ইউনিয়নে বিএনপি না করে দলীয় সাইনবোর্ড ব্যবহার করে লুটপাট দখল রাজত্ব চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে আমাদের ত্রাণ বিতরণের প্রচারণায় সে ও তার ছেলেরা হামলা করে আমাদের নেতাকর্মীদের আহত করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছিল। এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments