Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজকোরবানির ঈদে বিপুল অংকের টাকা গেছে দেশে

কোরবানির ঈদে বিপুল অংকের টাকা গেছে দেশে

কোরবানির ঈদতে ঘিরে প্রায় ১৬৫ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। বুধবার এমন তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি জুনের ১৪ তারিখ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তথ্য মতে , জুন মাসের ১৪ দিনে প্রতিদিন বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২৮৫ মার্কিন ডলার। মে মাসে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আর আগের বছর জুন মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এদিকে গেল মে মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্সের ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা পুনর্নির্ধারণ করা হয়। এ কারণে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments