Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজগণতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসন নিয়ে সতর্ক করলেন বাইডেন

গণতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসন নিয়ে সতর্ক করলেন বাইডেন

জয় বাংলাদেশ : বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য হুমকি বাড়ছে। কর্তৃত্ববাদী শাসকেরা যেকোনো মূল্যে হোক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন। এ মন্তব্য করে এসব বিষয়ে বিশ্বনেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণে এ আহ্বান জানান তিনি।

জো বাইডেন তাঁর ভাষণে বলেন, ‘আমি সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে বলতে চাই, আপনারা একটি বিষয় ভুলে যাবেন না যে কিছু বিষয় আছে যা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেয়েও গুরুত্বপূর্ণ।’

বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য হুমকি বাড়ছে মন্তব্য করে বাইডেন বলেন, ‘আমি আমার কাজ যত ভালোবাসি, ঠিক ততটাই আমার দেশকে ভালোবাসি। দীর্ঘ অর্ধশতাব্দী জনসেবার পর দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের হাতে নেতৃত্বভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে নিজ নিজ জনগণকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘গত পাঁচ দশকে আমি ইতিহাসের নানা বাঁকবদল হতে দেখেছি। এ সময়ে বিশ্ব অনেক সংকটের মধ্য দিয়ে গেছে। আমাদের ভুলে গেলে চলবে না এই বিশ্বকে আমরা আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারি।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments