Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজগর্ভপাতের জন্য মেক্সিকো সীমান্ত পাড়ি দিচ্ছেন আমেরিকার নারীরা

গর্ভপাতের জন্য মেক্সিকো সীমান্ত পাড়ি দিচ্ছেন আমেরিকার নারীরা

জয় বাংলাদেশ : গর্ভপাত নিষিদ্ধ হওয়ায় আমেরিকান নারীরা মেক্সিকোকে বেছে নিয়েছেন গর্ভপাতের জন্য। দেশটির গায়নোকলজিস্টদের পরামর্শে তারা অস্ত্রোপচার করছেন।

টেক্সাসের হিউস্টন থেকে এসেছে স্যান্ড্রা নামের এক নারী। তার স্টেইটে ইচ্ছাকৃত গর্ভপাত সম্পূর্ণভাবে অবৈধ। তাই তিনি বাধ্য হয়ে গর্ভপাতের জন্য মেক্সিকো এসেছেন। গত বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর সুপ্রিম কোর্ট গর্ভপাতকে বৈধ ঘোষণা করে। এই ঘোষণার পর এখন পর্যন্ত দেশটির ১৫ টি স্টেইট গর্ভপাতকে বৈধতা দিয়েছে।

মেক্সিকোর নারীবাদী সংগঠনগুলো গর্ভপাত বিষয়ে আমেরিকান নারীদের পাশে দাঁড়িয়েছেন। অ্যামেরিকা বর্ডার থেকে ২০০ কিলোমিটার দূরে মন্টারের বাসিন্দা স্যান্ড্রা কারদোনা ও ভ্যানেসা গিমেনেয। এই দুই নারী গর্ভপাত করাতে আসা অ্যামেরিকান নারীদের তাদের বাসায় স্বাগত জানান পাশাপাশি গর্ভপাতে ইচ্ছুক নারীদের জন্য অবৈধ পথে গর্ভপাতের জন্য ব্যবহৃত কিট সরবারহ করছেন।

আমেরিকায় এসব কিট মেইলের মাধ্যমে পাঠানো অসম্ভব। তাই অবৈধ পথে বর্ডার পাড়ি দিয়ে তারা এসব কিট আমেরিকায় পাঠিয়ে থাকেন। যেন নারীরা ঘরে বসে সহজেই গর্ভপাত করাতে পারেন।

প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে দুই দলের প্রচারণায় উঠে এসেছে গর্ভপাতের মতো গুরুত্বপূর্ণ সামাজিক এই বিষয়টি।এটি অনুমান করা যায়, নারী ভোটারদের কাছে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাধান্য পাবে গর্ভপাতের বিষয়টি।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments