Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদছাত্র-জনতা গণ–অভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকায় ৭০৮ জন

ছাত্র-জনতা গণ–অভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকায় ৭০৮ জন

জয় বাংলাদেশ : বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই তালিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ৭০৮ শহীদের তালিকা দেখা যায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আজ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই তালিকা প্রকাশের কথা জানিয়েছে। এতে বলা হয় শহীদদের নামের খসড়া তালিকা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট : www.hsd.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট: www.dghs.gov.bd পাওয়া যাবে। তালিকা সংশোধন বা সংযোজন করার জন্য আগামী ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তালিকায় প্রকাশিত নাম–ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন বা পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য সংযোজন করার থাকলে তা সেবা গ্রহণ করা সংশ্লিষ্ট হাসপাতাল অথবা কাছের সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, তথ্য সংশোধনের জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে আছে: শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা মুঠোফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে; রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট নিতে হবে; প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোয় তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে; পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতালে অথবা কাছের সরকারি হাসপাতালে গেলে ওই হাসপাতাল তথ্য সংশোধনে সহায়তা করবে। প্রতিষ্ঠানের দায়িতপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধির পূরণ করা ফরমটি জমা দিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন; এবং দাখিল করা তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কি না, তা ওয়েবসাইটে ঢুকে যাচাই করা যাবে।

তবে কোনো শহীদের নাম–তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকলে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধি উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা সিভিল সার্জন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার সঙ্গে যোগাযোগ করা অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments