Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদজনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে: প্রাণিসম্পদ উপদেষ্টা

জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে: প্রাণিসম্পদ উপদেষ্টা

জয় বাংলাদেশ: বিলম্ব নয় বরং জন আকাঙ্খা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা এআরডির যৌথ উদ্যোগে দিনব্যাপী আয়োজিত আন্তঃস্কুল বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নিজের খেয়াল-খুশি যা ইচ্ছে তাই করছে না। ছাত্র-জনতার রক্তের উপর গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে হেলাফেলা করতে পারে না। বরং এই সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে একটি সরকার গঠনে ভালো পরিবেশ তৈরি করতে কাজ করছেন। এজন্য কিছু সংস্কার প্রয়োজন।

মৎস্য উপদেষ্টা আরও বলেন, দেশের সংস্কারে বিলম্ব হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সময়কে যদি কেউ বিলম্ব মনে করে তাহলে সেটা অন্য বিষয়। এই সরকার প্রয়োজনীয় সময়ের অতিরিক্ত একদিনও থাকতে চায় না। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর ডিসেম্বরের পর পরবর্তী ধাপ বুঝতে পারব।

এর আগে মেলার উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। মেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব থেকে ৩০টি স্টল দেওয়া হয়। এতে নিজেদের উদ্ভাবিত প্রকল্পগুলো প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments