Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজজাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও আওয়ামী লীগের শোডাউন

জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও আওয়ামী লীগের শোডাউন

জয় বাংলাদেশ : জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ চলাকালীন এর পক্ষে-বিপক্ষে শোডাউন করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুখোমুখি কর্মসূচির আয়োজন করে দুই দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন বলে দাবি করে বিএনপি। অন্যদিকে, ষড়যন্ত্রের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।

কঠোর নিরাপত্তাবেষ্টনি পার হয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন জাতিসংঘ সদর দপ্তরের সামনে। বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে জড়ো হয়ে ড. মুহাম্মদ ইউনূসের সমর্থনে স্লোগান দেন। বিশ্বমঞ্চে বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশের জন্য অসামান্য সম্মান বয়ে আনায় তাকে অভিনন্দন জানান বিএনপির নেতাকর্মীরা।

এসময় স্বৈরাচার সরকার পতনে ছাত্র-জনতার বিপ্লবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যক্ষ অংশগ্রহণের কারণেই সফল হয়েছেন বলেও মন্তব্য করেন তারা। পাশাপাশি অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন সংস্কারের দাবি তুলে দ্রুত নির্বাচনের কথা বলেন তারা।

অন্যদিকে, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ষড়যন্ত্রের কারণেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের ওপর হামলাসহ আইনশৃঙ্খলার অবনতির সমালোচনা করেন তারা।

আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতন-লাঞ্ছনার শিকার হচ্ছেন দাবি করে শেখ হাসিনার পুনর্বাসনের দাবি জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তবে দুই দলের মুখোমুখি পৃথক দুটি সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সামনে ফোরটি ফোর স্ট্রিটে সক্রিয় ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments