জয় বাংলাদেশ : নিউ ইয়র্ক সিটিতে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে । জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষ্যে প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের প্রায় ১৪০টি রাষ্ট্রের প্রধানরা এরই মধ্যে ম্যানহাটনে । তাই নিরাপত্তা জনিত কারণে নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিটির বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেক পোস্ট ও ব্যারিকেড। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি সড়ক। বাকী সড়কগুলোতে গাড়ি চলছে ধীর গতিতে। এর ফলে ভোগান্তিতে পড়েছে সিটির বাসিন্দারা।
প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে সিটিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে এ বছর ইযরায়েল-হামাসের মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশেষ উদ্বেগ রয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডির)।
নিরাপত্তার কারণে ফার্স্ট এভিনিউয়ের থার্টি ফোর্থ থেকে ফিফটি ওয়ান স্ট্রিট পর্যন্ত সড়কগুলো ‘ফ্রোজেন জোন’ ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় যারা বসবাস করে এবং কাজ করে শুধু তারাই সেখানে প্রবেশ করতে পারবে। এছাড়া সেকেন্ড ও ফার্স্ট এভিনিউয়ের মধ্যকার ফর্টি ফোর, ফর্টি সিক্স ও ফর্টি এইট স্ট্রিট বন্ধ রাখা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংবাদমাধ্যম কর্মী এবং জাতিসংঘের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ওই এলাকায় প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে। এই বৈশ্বিক আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেইট ও ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে এনওয়াইপিডি।
নিরাপত্তার স্বার্থে সিটিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত গোয়েন্দা কর্মকর্তা, স্পেশাল অপারেশন ইউনিট, হেলিকপ্টারসহ আরো অনেক কিছু। বাড়ানো হয়েছে হাইওয়ে পেট্রোল এবং জরুরি পরিষেবা।
এ সময় সিটির বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহনে যাতায়াত করতে উৎসাহিত করেছেন পরিবহন কর্মকর্তারা।