Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজজাতিসংঘের ৭৯তম অধিবেশন শুরু মঙ্গলবার, নিউইয়র্কে উৎসবের আমেজ

জাতিসংঘের ৭৯তম অধিবেশন শুরু মঙ্গলবার, নিউইয়র্কে উৎসবের আমেজ

জয় বাংলাদেশ : জাতিসংঘের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার(২ে৭ সেপ্টেম্বর)। অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের অধিবেশনে ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৩৪টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণ দেওয়ার কথা রয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করবেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমান ইয়াং।

জাতিসংঘের ৭৯তম অধিবেশনকে ঘিরে নিউেইয়র্কে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নিজ নিজ দেশের প্রতিনিধিদের বরণ করতে প্রত্যেকে আয়োজন করছেন বিভিন্ন অনুষ্ঠান। এদিকে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে নজরদারি বাড়িয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কর্মকর্তরা বলছেন, অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরাতাও। এ ছাড়া সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতেও নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

এদিকে অধিবেশন এবং বিতর্কের আগে অনুষ্ঠিত হয়েছে ‘দ্যা সামিট ফর দ্যা ফিউচার’। যেখানে দেড়শ’রও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। সামিট শুরুর আগে সেখানে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব আস্তোনিও গুতেরেস। বক্তব্যে তিনি বৈশ্বিক সহায়তা এবং বহুপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়েছেন।

সামিটে ভাবষ্যতের জন্য একটি কার্যকরী চুক্তি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিবৃতি দেওয়া এবং বিশ্বব্যাপী একটি জিডিটাল কমফেক্ট-এই ৩ বিষয়ের ওপর আলোচনা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments