Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদজাতীয় পার্টি ও স্বতন্ত্র এমপিরা সংসদকে প্রাণবন্ত করে তুলবেন: স্পিকার

জাতীয় পার্টি ও স্বতন্ত্র এমপিরা সংসদকে প্রাণবন্ত করে তুলবেন: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আপনারা সকলেই জানেন ৩০ শে জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সেদিন আমাদের রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। সংসদে সরকারীদলের সদস্যরা আছেন, বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আছেন। কয়েকটি পলিটিক্যাল পার্টির একজন করে সদস্য আছেন। কাজেই আমরা আশা করছি, রাষ্ট্রপতির ভাষণের ওপর এবারের আলোচনা দ্বাদশ জাতীয় সংসদকে অত্যন্ত প্রাণবন্ত করে তুলবে। আমরা ইতিমধ্যেই একটি কার্যকর দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু করছি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচরে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন। এদিন সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি মাদারীপুরের শিবচরে আসেন। সফরসঙ্গী হিসেবে ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, চীফ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মো. নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও মাশরাফি বিন মোর্ত্তজা।

শিবচরে জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরীর পিতা-মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন তারা। এরপর শিবচর উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

এরপর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে গেলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান। উক্ত কর্মসূচীতে পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা. মো. সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments