Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদ‘জাতীয় পার্টি গৃহপালিত নয়, আসলেই বিরোধী দল সেটা প্রমাণের সুযোগ এসেছে’

‘জাতীয় পার্টি গৃহপালিত নয়, আসলেই বিরোধী দল সেটা প্রমাণের সুযোগ এসেছে’

জাতীয় পার্টি গৃহপালিত নয়, আসলেই বিরোধী দল সেটা প্রমাণ করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। মানুষের মধ্যে সমালোচনা ছিল গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা আগামীতে ভূমিকা রাখবো।

সোমবার (২৯ জানুয়ারি) বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মুজিবুল হক বলেন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে কাজ করব। জাপা আসলেই বিরোধী দল সেটা প্রমাণ করার সুযোগ এসেছে এবার। দলীয়ভাবে সংসদে একমাত্র বিরোধী দল জাতীয় পার্টি সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। আমরা স্পিকারকে ধন্যবাদ জানাই এ সিদ্ধান্তের জন্য। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী সেটা আসল বিষয়।

রওশনের ঘোষণায় জাপায় কোনো অস্বস্তি নাই জানিয়ে জাপা মহাসচিব বলেন, তারা কেউ দলের কোনো পদ হোল্ড করেন না। সাধারণ মেম্বারও না। রওশন এরশাদ আমাদের পৃষ্ঠপোষক। তিনি আমাদের এতই শ্রদ্ধার পাত্র, উনি কোনো অসাংবিধানিক সিদ্ধান্ত নিলেও আমরা আমলে নেই না। কারণ উনি খুব অসুস্থ। স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থা তার নেই। উনাকে কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে। খুবই দুঃখজনক।

রওশন এরশাদকে অসাংগঠনিক পন্থায় ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উনাকে কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে, এটা খুবই আপত্তিকর। যা খুবই দুঃখজনক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments