Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকজাপানে একদিনে ১৫৫ ভূমিকম্প

জাপানে একদিনে ১৫৫ ভূমিকম্প

জাপানে গতকাল সোমবার একদিনে অন্তত ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল আঘাত হানা ১৫৫টির ভূমিকম্পের মধ্যে ১টির মাত্রা ছিল ৭ দশমিক ৬। দেশটির মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিকের বেশি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভূমিকম্পের কারণে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অন্তত এক হাজার উদ্ধারকর্মী কাজ করছেন। দেশটির সেনাবাহিনী আশ্রয়হীনদের খাবার, পানি ও কম্বল বিতরণ করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে জাপানে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়েছেন। সেইসঙ্গে ভেঙে পড়েছে বহু ভবন। জাপানের ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ফায়ার সার্ভিস বলেছে, তারা ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ধসে পড়ার খবর পেয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের কারণে অন্তত ৪৫ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেইসঙ্গে অনেক শহরে পানি নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments