Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদজার্মানি, জাপান ও ইরাকে নিয়োজিত রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

জার্মানি, জাপান ও ইরাকে নিয়োজিত রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

জয় বাংলাদেশ: সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জার্মানি, জাপান ও ইরাকে নিযুক্ত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই তিন রাষ্ট্রদূতের চুক্তিতে থাকা অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে।

সাবেক তিন আমলা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমদ ও মো. ফজলুল বারী যথাক্রমে জার্মানি, জাপান ও ইরাকে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। গত ১৪ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা দাপ্তরিক আদেশে ৭ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। তাঁদের মধ্যে সেদিন মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমদকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও মো. ফজলুল বারীকে দেশে ফেরার নির্দেশনা ছিল না।

প্রসঙ্গত, গত মাসে পৃথক পৃথক নির্দেশনায় জার্মানি ও জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ায় রাষ্ট্রদূত কামরুল আহসান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে ফিরতে বলা হয়। তাঁরা স্বাভাবিক চাকরির মেয়াদ শেষে চুক্তিতে দায়িত্ব পালন করছিলেন। একই দিন পৃথক এক প্রজ্ঞাপনে প্রেষণে মালদ্বীপে হাইকমিশনার হিসেবে নিযুক্ত নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, মালদ্বীপ ছাড়া অন্য ছয় মিশনের শীর্ষ কূটনীতিকদের দায়িত্ব ছেড়ে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরার জন্য চার সপ্তাহের সময় দিয়ে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছিল।

সৌদি আরবে চুক্তিতে নিযুক্ত রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী ২৮ তারিখ দায়িত্ব ছেড়ে রিয়াদ ত্যাগ করেছেন। অসমর্থিত সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি পাশ্চাত্যের একটি দেশে চলে গেছেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments