Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদজিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল সাইফুলকে: আইএসপিআর

জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল সাইফুলকে: আইএসপিআর

জয় বাংলাদেশ : প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলামের ভাই সাইফুল ইসলাম ওরফে শ্যামলকে সোমবার দুপুরে রাজধানীর শাহীনবাগের বাসা থেকে তুলে নিয়ে যান সেনাসদস্যরা। এর প্রায় দুই ঘণ্টা পর আবার তাঁকে বাসায় দিয়ে যাওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইফুলের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল।

এদিকে বিকেলে সাইফুলের ছোট বোন সানজিদা ইসলাম বলেছিলেন, রাজধানীর শাহীনবাগে তাঁদের বাসা থেকে আজ বেলা আড়াইটার দিকে সেনাসদস্যরা তাঁর ভাই সাইফুলকে তুলে শেরেবাংলা নগর এলাকার সেনা ক্যাম্পে নিয়ে যান। বিকেল ৫টার তাঁকে আবার বাসার সামনে নামিয়ে দিয়ে যান। তাঁর ভাইকে কেন ও কী কারণে তুলে নেওয়া হলো, সেই প্রশ্ন রাখেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাকের’ একজন সমন্বয়ক সানজিদা ইসলাম।

বিকেল সাড়ে ৫টার দিকে শাহীনবাগে সাইফুল ইসলামদের বাসায় স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা যায়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও ওই বাসায় যান। তিনি সাইফুল ইসলামসহ পরিবারের সদস্যদের কথা শোনেন।

সাইফুল ইসলাম তখন বলেন, সেনা ক্যাম্পে নেওয়ার পর অস্ত্র, মাদক ও চাঁদাবাজির একটি তালিকা বের করে বলা হয়, এসবের সঙ্গে তিনি জড়িত এবং তাঁকে ওই কাগজের নিচে স্বাক্ষর করতে বলা হয়। এ সময় সাইফুল এসব অপরাধের সঙ্গে জড়িত নন দাবি করে স্বাক্ষর করবেন না বলে জানান। পরে সেনা কর্মকর্তারা তাঁকে বলেন, যেকোনো কিছু লিখে তাতে স্বাক্ষর করতে। তখন তিনি একটি সাদা কাগজে তাঁর নাম, তাঁকে তুলে নেওয়ার সময় এবং তিনি নির্দোষ লিখে তাতে স্বাক্ষর করেন। এরপর তাঁকে গাড়িতে তুলে শাহীনবাগের বাসার সামনে নামিয়ে দিয়ে যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments