Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদজিম্মিদের সুস্থ-স্বাভাবিকভাবে ফেরাত আমরা বদ্ধপরিকর: নৌ প্রতিমন্ত্রী

জিম্মিদের সুস্থ-স্বাভাবিকভাবে ফেরাত আমরা বদ্ধপরিকর: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ায় দস্যুদের হাতে জিম্মি নাবিকদের যেকোনো মূল্যে সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর। পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে, কীভাবে আন্তর্জাতিক বিষয়গুলোর সঙ্গে যুক্ত হয়ে আমাদের নাবিকদের রক্ষা এবং জাহাজটা উদ্ধার করা যায়।

বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, যেকোনো মূল্যে আমাদের নাবিকদের দেশে ফেরত আনতে বাধ্য করবো। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ বাহিনীসহ সবার সঙ্গে কথা বলেছি, সহযোগিতা চেয়েছি।

জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যহত আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সোমালিয়া থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এ ঘটনা ঘটেছে। ফলে ধারণা করা হচ্ছে- জলদস্যুরা সোমালিয়ার। তবে তাদের এখনো চিহ্নিত করা যায়নি।

তিনি বলেন, সমগ্র বিশ্বের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে। গতকাল যখন আমরা এ সম্পর্কে অবহিত হই, তাৎক্ষণিকভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমাদের ডিপার্টমেন্ট অব শিপিং, তাদের সঙ্গে যে আন্তর্জাতিক উইংগুলো কাজ করে, তাদের অবহিত করা হয়েছে। আমাদের যেহেতু সার্বভৌমত্বের দায়িত্বে আছে বাংলাদেশ নেভি, তাদের সঙ্গে কথা হয়েছে। নেভির সঙ্গে অন্যান্য দেশেরও যোগসূত্র আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments