Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদটেকনাফ সীমান্ত আবারও গুলি ও মর্টার শেলের বিস্ফোরণে কাপঁছে

টেকনাফ সীমান্ত আবারও গুলি ও মর্টার শেলের বিস্ফোরণে কাপঁছে

জয় বাংলাদেশ: কক্সবাজারের টেকনাফ সীমান্ত আবারও দুইদিন ধরে গুলি ও মর্টার শেলের বিস্ফোরণে কাপঁছে। সে সঙ্গে মিয়ানমার থেকে এসেছে চারটি গুলি। এ ঘটনায় নতুন করে আতঙ্কিত এলাকাবাসী।

শনি ও রোববার মিয়ানমারের রাখাইন থেকে টেকনাফ সদর ও সাবরাং ও শাহপরীর দ্বীপে থেমে থেমে ব্যাপক গুলি ও মর্টারশেলের বিস্ফোরণের শব্দ ভেসে আসতে। ২১ জুলাই রাখাইন সীমান্ত থেকে এপারের গ্রামে গুলি এসে পড়েছিল। বিষয়টি জানিয়েছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।

তিনি জানান, টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গত দুইদিন শনি ও রোববার দুপুর পর্যন্ত মিয়ানমারে থেকে থেমে থেমে ব্যাপক হারে গুলি ও মর্টারশেলের বিকট শব্দে এপারের সীমান্ত কেঁপে উঠেছে। ২১ জুলাই সকাল ও বিকেলে ওপারের চারটি গুলি এসে পড়ে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে। দুটি গুলি পড়েছে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকার হোছন আলীর দোকানের সামনে। একটি পড়েছে শাহপরীর দ্বীপ বাজারপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইদ্রিসের বাড়ির আঙিনায় এবং আরেকটি পড়েছে একই পাড়ার মোহাম্মদ আয়াসের বসতবাড়ির সামনের পিলারে। তাতে পিলারটি ক্ষতিগ্রস্তও হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, সীমান্তের কাছাকাছি এলাকায় বসবাসকারি লোকজন সব সময় ভয়ের মধ্যেই থাকেন। এতদিন মিয়ানমারের চলামান সংঘাতের বোমার শব্দে এপারের মানুষ আতঙ্কে ছিলেন, এখন নতুন আতঙ্ক হিসেবে যুক্ত হয়েছে মিয়ানমারের ওপারের গুলি এপারে এসে পড়ার কারনে।

এ বিষয়ে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন ২ এর অধিনায়ক ও বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, শাহপরীর দ্বীপের কয়েকটি স্থানে মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে বলে তিনি জানতে পারেন। রাখাইন রাজ্যে বিস্ফোরণের ঘটনাও ঘটছে। এই ব্যাপারে টেকনাফ সীমান্তের প্রতিটি গ্রামে বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে লোকজনকেও সতর্ক করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments