Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজট্রাম্পের বিপক্ষে অনলাইন যুদ্ধে ১০ মিলিয়ন ডলার সংগ্রহ করছে বাইডেন সমর্থকরা

ট্রাম্পের বিপক্ষে অনলাইন যুদ্ধে ১০ মিলিয়ন ডলার সংগ্রহ করছে বাইডেন সমর্থকরা

জয় বাংলাদেশ ডেস্ক: মার্কিনীদের দুয়ারে কড়া নাড়ছে নিবার্চন । আর তাই আসছে নিবার্চনকে কেন্দ্র করে মাঠে ময়দানে প্রচারণা চালাচ্ছে বাইডেন-ট্রাম্প সমর্থিত দুই দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি। প্রকাশ্যে প্রচারণা চালানোর পাশাপাশি অনলাইনে ক্যাম্পেইনে ও পিছিয়ে নেই তারা, বেশ সরব। এতো যেন মন ভরছে না বাইডেন সমর্থকদের। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের প্রচারণার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য কয়েক মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির প্রধান সুপার প্যাক ফিউচার ফরওয়ার্ড।

এর কারনটাও অবশ্য জানা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিবার্চনী কৌশল হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভাইরাল ভিডিও আপলোড করে জো বাইডেনের বিরুদ্ধে বেশ পাকাপোক্ত অবস্থান গড়ে তুলেছেন।

এবার ডেমোক্র্যাকটরা বলছেন, বিভিন্ন সময়ে প্রকাশিত এসব বিভ্রান্তিকর কনটেন্টগুলো মিলিয়ন মিলিয়ন আমেরিকানদের কাছে পৌছাঁনোর আগেই এ ব্যাপারে তারা সর্তক অবস্থান নিচ্ছেন। ট্রাম্প ও তার সমর্থকদের ভিডিও প্ল্যাটফর্মগুলোতে আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে সহায়তা করা অ্যালগরিদম সম্পর্কে নিখুঁত বিশ্লেষণের জন্য পালো-অল্টো ভিত্তিক সুপার প্যাকটি অন্তত ১০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছে। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ডাসটিন মস্কোভিৎজ ও লিংকডইনের প্রতিষ্ঠাতা রিড হফম্যান এই সুপার প্যাকটিকে সমর্থন করেন।

আয়োজকরা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক গ্রুপ ওয়ে টু উইন ও হাব প্রজেক্টের সঙ্গে যৌথভাবে ফিউচার ফরওয়ার্ড গত মাসে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে ১৪০ জন প্রভাবশালীদের নিয়ে ট্রেন্ডিং আপ নামে তিনদিনের একটি ইভেন্টের আয়োজন করে। প্রচারণার ক্ষেত্রে বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস ও টিকটকের ওপর মনোযোগ দিচ্ছে ফিউচার ফরওয়ার্ড। যেখানে ‘ফিউচার ফরওয়ার্ড সহায়তা করবে। টিকটক একটি সমস্যা এবং দল এটির একটি যৌক্তিক সমাধান চায়।

এদিকে বাইডেনের নির্বাচনি প্রচারণা দল ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো টিকটকে প্রচারণা চালানো শুরু করে এবং এখন পর্যন্ত তারা তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে ২০০ বারের বেশি পোস্ট করেছে। এরপরও তাদের টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার হয়েছে ৩৮০ হাজারের কিছু বেশি ব্যক্তি। অথচ বাইডেনের প্রচারণা দলের প্রায় দুই সপ্তাহ আগে টিকটকে প্রচারণা শুরু করা ট্রাম্পের নির্বাচনি প্রচারণা দলের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ইতোমধ্যে ৬.৪ মিলিয়নে পৌঁছেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments