জয় বাংলাদেশ : এবার পদত্যাগ করলেন সিটি হলে পাবলিক সেফটি ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা নিউ ইয়র্ক সিটির ডেপুটি মেয়র ফিল ব্যাংকস। ফেডারেল তদন্ত শুরুর পর পুলিশ কমিশনার, হেলথ কমিশনার, চিফ কাউন্সেল, সিনিয়র অ্যাডভাইজর অফ পাবলিক সেফটিসহ সিটি হলের শীর্ষ ২০ কর্মকর্তা এখন পর্যন্ত পদত্যাগ করেছেন।
গত ৪ সেপ্টেম্বর এফবিআই-এর তল্লাশির মুখে পড়ে ব্যাংকস পরিবার। এ পরিবারের সদস্য স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকস, তার স্ত্রী ফার্স্ট ডেপুটি মেয়র শিনা রাইটস, তার আরেক ভাই ডেপুটি মেয়র ফিল ব্যাংকসের ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করে ফেডারেল সংস্থা। মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতির সহযোগী হিসেবে তাদের ভূমিকা তদন্ত হচ্ছে।
এ অবস্থায় সোমবার মেয়র নিশ্চিত করেছেন, পদত্যাগ করেছেন পাবলিক সেফটি বিষয়ক ডেপুটি মেয়র ফিল ব্যাংকস। তবে তদন্তের মুখে নয় গত ছয় মাস আগে থেকেই ফিল ব্যাংকস পদত্যাগের পরিকল্পনা করছিলেন বলে জানান মেয়র।
চার ডেপুটি মেয়রের মধ্যে অ্যাডামসের ডানহাত হিসেবে পরিচিত ফার্স্ট ডেপুটি মেয়র শিনা রাইটস গত শুক্রবার পদত্যাগ করার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত সেটিকে গুজব হিসেবে দেখছেন মেয়র।
মেয়রের বিরুদ্ধে দুর্নীতির বিচার শুরুর পর এসব পদত্যাগের ঘোষণা আসলেও নিজে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন মেয়র অ্যাডামস। মেয়রের দাবি, তার জন্য ৩০০ হাজার মানুষ কাজ করেন তাই অল্প কয়েকজনের পদত্যাগে, পরিস্থিতির কোন পরিবর্তন হবে না।
সম্প্রতি এক জরিপে সিটির ৪ ভাগের ৩ ভাগ মানুষ মেয়রের পদত্যাগ করা উচিত বলে জানালেও এসব জরিপকে একপেশে বলে দাবি মেয়রের। গভর্নর ক্যাথি হোকুল তাকে পুরো সমর্থন দিয়ে যাচ্ছেন বলে জানান অ্যাডামস।