Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদদিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ৩৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ৩৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জয় বাংলাদেশ: দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যাচের ৩৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যক্ষ এ এফ এম নুরউল্লাহ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।নোটিশে বলা হয়েছে, এই ৩৯ জন শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন ও স্থায়ী শাস্তির আদেশ না আসা পর্যন্ত তাঁদের সাময়িকভাবে ক্যাম্পাস ও ছাত্রবাস থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হলো। একই সঙ্গে বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তাঁদের সামনে প্রয়োজনে অভিযুক্ত শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার জন্য বলা হলো।

মেডিকেল কলেজের একটি সূত্র জানায়, অভিযুক্ত এই শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় প্রভাব খাটিয়ে আবাসিক হলে নিজেদের আধিপত্য বিস্তার করতেন। তাঁদের হাতে কথায় কথায় র‌্যাগিংয়ের শিকার হতে হয়েছে অনেককে। প্রতিবাদ করতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই। এত দিন দেশে আওয়ামী লীগের সরকার থাকায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এফ এম নুরউল্লাহ আজ শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ১১টি লিখিত অভিযোগ জমা পড়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাঁদেরকে ক্যাম্পাস ও আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সাহাব আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিলে তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments