Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদদেশের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে: ওবায়দুল কাদের

দেশের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে: ওবায়দুল কাদের

দেশে শান্তি-শৃঙ্খলা বিরাজ করলেও বিএনপি-জামায়াত ঘাপটি মেরে বসে থেকে আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিরপুর, পল্লবী, বাড্ডা, মুগদা এলাকার আওয়ামী লীগের নেতাদের নিয়ে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে নাশকতা ঘটানোর জন্য প্রস্তুত রয়েছে। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মিথ্যাচারের সমালোচনা করে বলেন, আগুন-সন্ত্রাসের জন্য নোবেল পুরস্কার থাকলে সেটা মির্জা ফখরুলকে দেওয়া হতো।

তিনি অভিযোগ করেন, লন্ডনে পলাতক তারেক রহমানের নির্দেশে দেশে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররাই শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে হামলা চালিয়েছে। কাদের বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের দায় বিএনপি-জামায়াতের।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বিএনপি-জামায়াত হাইজ্যাক করেছে এবং তাদের সশস্ত্র ক্যাডাররা টার্গেট করে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, বিএনপি-জামায়াত ২০১৩ থেকে ১৫ সালের আগুন-সন্ত্রাসীদের ঢাকায় এনে তাণ্ডব শুরু করেছে।

মির্জা ফখরুল মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, তারেক রহমানকে লন্ডন থেকে এনে ক্ষমতায় বসানোর নীল নকশা আজ জাতির সামনে স্পষ্ট। যারা এই সকল ঘটনার সঙ্গে জড়িত, সকলকে বিচারের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দায়িত্ব প্রধানমন্ত্রী নেবেন।

দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গুজব একটি সন্ত্রাস, মাদকের মতো। গুজব প্রতিরোধ করতে হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments