জয় বাংলাদেশ : নিউইয়র্ক সিটিতে ৭১ হাজার নতুন অ্যাপার্টমেন্ট চালু হয়েছে বলে জানিয়েছেন স্টেইটের গভর্নর ক্যাথি হোকুল। এগুলোর মধ্যে ২১ হাজার সাশ্রয়ী অ্যাপার্টমেন্ট বলে জানান তিনি।
বুধবার অলবেনিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আবাসন নির্মাণে প্রশাসনের প্রচেষ্টার বিষয়ে আলোচনায় তিনি জানান, ২০২৫ অর্থবছরে স্টেইটে ১৫ হাজার নতুন বাড়ি নির্মাণে ৫০০ মিলিয়ন ডলার অর্থায়ন করা হবে। এছাড়া বাড়ি সংস্কার এবং ভাড়াটিয়া ও বাড়িমালিকদের সুরক্ষার জন্য আরো ৬০০ মিলিয়ন ডলার অর্থায়নের পরিকল্পনা রয়েছে হোকুলের।
নিউ ইয়র্ক সিটির আবাসন খাতে আমূল পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছেন গভর্নর ক্যাথি হোকুল। বাসিন্দাদের জন্য কমখরচে মাথা গোঁজার ঠাঁই দিতে বেশ কয়েকটি প্রকল্পও হাতে নিয়েছেন তিনি।
নতুন আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য বছর দুয়েক আগে নেয়া একটি আংশিক কর ছাড়ের প্রস্তাবনার সময় বাড়ান ক্যাথি হোকুল। চলতি মেয়াদে এর ফলও পেতে শুরু করছে শহরবাসী।
হোকুল বলেন, দেশব্যাপি আবাসন সংকটের মধ্যেও গত কয়েক দশকের মাঝে আবাসন সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে নিউ ইয়র্ক।
এর পেছনে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন গভর্নর।
এনওয়াইসি’র ডিপার্টমেন্ট অফ হাউযিং প্রিজারভেশন অ্যান্ড ডেভলপমেন্টের বরাত দিয়ে তিনি জানান, শহরের ৬৫০টি ভবনে নতুন করে ৭১ হাজার আবাসনের ব্যবস্থা হয়েছে।
এর মধ্যে ২১ হাজার অ্যাপার্টমেন্টে–শিক্ষক, ফায়ারফাইটার, আইনজীবী এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টরা কম খরচে থাকতে পারবেন। চাকুরির উদ্দেশ্যে নিউ ইয়র্কে আসা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্যও এসব অ্যাপার্টমেন্ট বরাদ্দ থাকবে বলে জানান হোকুল।
এছাড়া, একাধিক সন্তান নিয়ে হিমশিম খাওয়া অভিভাবকরাও ক্ষেত্রবিশেষে এই সুবিধা পাবেন। তবে কমিউনিটির বয়স্কদের জন্য অ্যাপার্টমেন্টগুলোতে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে বলে জানান গভর্নর হোকুল বলেছেন, নিউ ইয়র্কে আবাসন খরচ তুলনামূলক বেশি হওয়ায় বাসিন্দাদের জীবনধারণ অনেক কঠিন হয়ে পড়ে।
ফলে লাগামহীন বাড়িভাড়া আয়ত্তে আনতে আগামীতে আরো ভবন ও অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।