Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজনিউইয়র্ক সিটির পুলিশ কমিশনারের সেল ফোন জব্দ করলো এফবিআই

নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনারের সেল ফোন জব্দ করলো এফবিআই

জয় বাংলাদেশ: নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবানের সেল ফোন জব্দ করেছে নিয়েছে এফবিআই। একই সাথে সিটির পুলিশ অধিদপ্তরের অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কেন সেলফোন কেড়ে নেয়া হলো সে বিষয়ে কোন ব্যাখ্যা দেয় নি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন -এফবিআই ।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এ গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে ঘটে যাওয়া দুর্নীতির তদন্তের অংশ হিসেবে ফেডারেল তদন্তকারীরা কাবান এবং কমিশনারের অফিস ও তাঁর নিরাপত্তা দফতরের দুই পুলিশ লেফটেন্যান্টের ফোন বাজেয়াপ্ত করেছেন ।

সূত্র জানিয়েছে, এই কর্মকর্তাদেরকে প্রশ্ন করা হয়নি, তবে এন্ওয়াইপিডির উচ্চপদস্থ কর্মকর্তাদের ই-মেইল আলাদা করতে বলেছে এফবিআই । এ বিষয়ে এন্ওয়াইপিডির মুখপাত্র তার দেয়া বিবৃতিতে বলেছেন , শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে হওয়া এসব তদন্ত সর্ম্পকে পুরোটা অবগত তারা। এদিকে, আরেকটি তদন্তের অংশ হিসেবে, এফবিআই বুধবার মেয়র এরিক অ্যাডামসের একাধিক শীর্ষ সহযোগীর বাড়িতে অভিযান চালিয়েছে । এই অভিযান সম্ভবত মেয়রের নির্বাচনী প্রচারাভিযানের চলমান তদন্ত থেকে আলাদা। এখনও পর্যন্ত কোনো চার্জ বা অভিযুক্তের খবর নেই, এবং এই আলাদা তদন্তটি ঠিক কী বিষয়ে তা পরিষ্কার নয়।

এ প্রসঙ্গে সিটি হলের চিফ কাউন্সেল লিসা জর্নবার্গ একটি বিবৃতিতে বলেছেন “তদন্তকারীরা আমাদের জানাননি যে মেয়র বা তাঁর স্টাফরা তদন্তের লক্ষ্য। একজন প্রাক্তন আইন প্রয়োগকারী সদস্য হিসেবে, মেয়র বারবার স্পষ্ট করেছেন যে দলের সকল সদস্যকেই আইন মেনে চলতে হবে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments