জয় বাংলাদেশ : নিউইয়র্কের ব্রুকলিন-কুইন্স অধ্যুষিত এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে হাম। নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্কে ব্রুকলিনের ক্লিনটন হিলের হল স্ট্রিট অভিবাসী আশ্রয়কেন্দ্রে হামে আক্রান্ত ২ রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি বছর নিউইয়র্কে ১১ জনের দেহে হাম শনাক্ত হলো। যে সংখ্যা গত বছর কেবল একটি ছিলো।
এছাড়া কেন্দ্রে থাকা বাকিদেরও পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, যাদের নথিভুক্ত টিকা নেই তাদের পরীক্ষা করা হবে। যারা এর ঝুঁকি থেকে মুক্ত নয় তাদের ২১ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়ের অধীনে আবর্জনা, কোলাহল এবং রাস্তায় গৃহহীনদের বসবাস হামের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
শহরের বাসিন্দাদের শঙ্কার কোন কারণ নেই বলে জানিয়ে সাবধানতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, আমাদের প্রায় প্রত্যেক নাগরিকের হামের টিকা গ্রহণ করা রয়েছে। যার ফলে এতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া যারা টিকা গ্রহণ করেনি তাদের দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগের কথা জানিয়েছেন তারা।