জয় বাংলাদেশ : গ্রীস্মকাল শুরু হওয়ায় নিউইয়র্ক সিটিতে আনুষ্ঠানিকভাবে পাবলিক সুইমিংপুলগুলো আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া্ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নিউইয়র্ক সিটির ৫টি বোরোতে আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয় পুলগুলো । চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সিটির সব বয়সী মানুষের জন্য উন্মুক্ত থাকবে। কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে সুইমিংপুল। এর মধ্যে রক্ষণাবেক্ষণ কারনে দুপুর ৩টা থেকে ৪ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে সিটি। এদিকে নিউইয়র্ক সিটির ৫টি বোরোতে বিভিন্ন মাপের ৫০টির ও বেশি পাবলিক সুইমিংপুল আছে । এর মধ্যে ১৩টি অলিম্পিক সাইজের পুল। তবে এসব পুলে যেতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম আর সর্তকতা। পুলে কি পোশাক পড়বেন আর কি সঙ্গে নিতে হবে তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সিটি কর্তৃপক্ষ। সবাইকে সে নির্দেশনাগুলো মেনে চলার কথা বলা হয়েছে। নিউইয়র্ক সিটি পার্ক কর্তৃপক্ষ বলছে, সব পুলে সানস্ক্রীণ সরবরাহ করা হবে । পুলে খাবার , ইলেকট্রনিক্স ডিভাইস, পত্রিকা এসব নিয়ে যাওয়া যাবে না। গয়নাসহ অন্যান্য মূল্যবাণ জিনিস সাথে না রাখার পরামর্শ দিয়েছে সিটি কর্তৃপক্ষ। এদিকে, সম্প্রতি সিটির পুলগুলো সংস্কারের জন্য এক বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছেন মেয়র এরিক এডামস । তীব্র গরম ও দাবদাহ থেকে নাগরিকদের স্বস্তি দিতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউইয়র্কে গরমের তীব্রতা কমাতে উন্মুক্ত করা হয়েছে পাবলিক পুল
RELATED ARTICLES