Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজনিউইয়র্কের রাস্তায় ভূতুরে নেমপ্লেট ধরতে টাস্কফোর্স

নিউইয়র্কের রাস্তায় ভূতুরে নেমপ্লেট ধরতে টাস্কফোর্স

জয় বাংলাদেশ: নিউইয়র্ক সিটির রাস্তায় গাড়ি অপসারণে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। ম্যানহাটন, কুইন্সসহ ৫টি বরোর রাস্তা, সেতু ও টানেলগুলোতে ভুতুরে প্লেট এবং টোল লঙ্ঘনকারী গাড়ির বিরুদ্ধে এ যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ উদ্যোগের অংশ হিসাবে এরই মধ্যে এনওয়াইপিডির ইউনিফর্মধারী অফিসারদের শুধুমাত্র পার্ক করা ভুতুড়ে গাড়ি খুঁজে বের করা ও সরানোর জন্য নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে প্রথম সপ্তাহেই টাস্ক ফোর্স প্রায় ৩০০টি গাড়ি সরিয়ে ফেলেছে অভিযানকারীদল । এনওয়াইপিডি জানিয়েছে, জব্দ করা গাড়িগুলো লটে রাখা হবে, তদন্তের পর জব্দ করা এসব গাড়ি দাবিকৃত, নিলামে বিক্রি, বা ধ্বংস করা হবে।

মেয়র এক প্রেস কনফারেন্সে বলেন, এ শহরে যারা গাড়ি চালান তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ বার্তা , ভুয়া নম্বরপ্লেট একটি গুরুতর অপরাধ এবং যদি শহরের রাস্তায় জাল, চুরি করা, বা পরিবর্তিত নম্বরপ্লেট সহ গাড়ি ফেলে যান, তাহলে ফেরার সময় গাড়িটি আর সেখানে থাকবে না।

নিউইয়র্ক সিটি কর্মকর্তারা বলছেন, ভুতুড়ে গাড়ি এমন সব গাড়ি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় যেগুলোর নম্বরপ্লেট জাল, চুরি করা, বা পরিবর্তিত, যা তাদের ট্রাফিক ক্যামেরা এবং টোল রিডারদের কাছে অদৃশ্য করে রাখে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অদৃশ্য গাড়ি প্রায়ই গুরুতর অপরাধের ঘটনাস্থলে পাওয়া যায়।

শহরের নেতৃত্বাধীন ঘোস্ট কার টাস্ক ফোর্স রাজ্যব্যাপী চলমান উদ্যোগগুলির সাথে যুক্ত হয়েছে, যা ট্রাফিক স্টপের সময় ঘোস্ট গাড়িগুলিকে লক্ষ্য করে। রাজ্যের অধীনে চলমান বর্তমান টাস্ক ফোর্স শহরের রাস্তাগুলো থেকে প্রায় ২২০০ ঘোস্ট গাড়ি সরিয়ে ফেলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments