জয় বাংলাদেশ : প্রতি মাসে হাজার হাজার অভিবাসনপ্রাত্যাশী বিভিন্ন পথে পাড়ি জমাচ্ছেন নিউইয়র্ক সিটিতে। যুক্তরাষ্টের মেক্সিকো সীমান্ত থেকে আসা বেশিরভাগ ইমিগ্রান্টদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের। এরই মধ্যে সিটি মেয়র এরিক অ্যাডামস থেকে ইমিগ্রান্টদের জন্য জরুরি অর্থ ব্যায়ের ক্ষমতা কেড়ে নেওয়ার পর সৃষ্টি হয়েছে নতুন সমস্যা। এটি সমাধানে ওয়াশিংটন ডিসিতে গিয়েও কোন সমাধান মিলেছে কি-না, তা সন্দিহান। বরং বিভিন্ন বিষয়ে ব্যার্থতার কারণে ভোটার সমর্থন হারিয়ে অ্যাডামস যেন দিশেহারা হয়ে পড়েছেন। এ অবস্থায়, নিউইয়র্ক সিটির অভিবাসন নিয়ে আলোচনা করতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির মেয়র অ্যাডামস ।
জানা গেছে আগামী ১৯ থেকে ২২ আগস্ট শিকাগোতে অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী, কমলা হ্যারিস, ঘটনাটিতে দেশের অভিবাসী সঙ্কট নিয়ে আলোচনা করবেন তিনি । ,যদিও দলে এই বিষয়টি নিয়ে এখনও সংবেদনশীলতা রয়েছ বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন অভিবাসী সঙ্কট, যা গত দুই বছরে নিউ ইয়র্ক সিটিতে ব্যাপক প্রভাব ফেলেছে, ডেমোক্র্যাটদের জন্য একটি রাজনৈতিক দুর্বলতার কারন হবে।