জয় বাংলাদেশ : রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে তা ভোক্তাদের কাছে পৌছেঁ দিতে কতো অর্থ নিতে পারবে খাদ্য সরবরাহকারী ( ফুড ডেলিভারি) প্রতিষ্ঠানগুলো তা বেধেঁ দিয়েছে নিউজার্সি সিটি। নতুন নিয়মে , খাবার সরবরাহ পরিষেবাগুলি একটি অর্ডারে এখন ১৫ শতাংশ বা তার কম চার্জ করতে পারবে। নতুন এই আইন ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সিটি কর্তৃপক্ষ। নতুন আইন অনুযায়ী, গ্রুবহাব, উবার ইটস এবং ডোরড্যাশের মতো ডেলিভারি অ্যাপগুলি প্রতিটি ক্রয় থেকে ১৫% বা তার কম নিতে হবে। এটি বর্তমানে কিছু রেস্তোরাঁ এবং ব্যবসায়ীরা ৩০% দিচ্ছে এসব প্রতিষ্ঠানকে।
এদিকে সিটি জানিয়েছে, খাদ্য সরবরাহকারী কর্মীদের অবদান অপরিসীম। বিশেষ করে করোনার প্রকোপ যখন তুঙ্গে তখন এসব কর্মীদের কঠোর পরিশ্রমে ছোট রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়ীরা চরম আর্থিক সংকট থেকে বেঁচে যায়। আবার যেসব ভোক্তারা করোনার প্রকোপে বাহিরে যেতে পারে নি তাদের জন্যখাদ্য সরবরাহ করে বিশেষ অবদান রাখে।কিন্তু দূর্ভাগ্য হলেও সত্য এই যে খাদ্য সরবরাহকারী কর্মীদের কোন ন্যূনতম মজুরি নিশ্চিত করা যায়নি । বিশেষ করে ভোক্তাদের দেয়া টিপস এবং মালিকের সামন্য মজুরীই ছিল তাদের ভরসা। জানা যায়, নিউজার্সিতে হাজার হাজার ডেলিভারি কর্মী প্রতি ঘন্টায় কমপক্ষে টিপস বাদে ১৭.৯৬ ডলার উপার্জন করে ।