পাকিস্তানের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সমান ক্ষেত্র ও সুযোগের দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি সতর্ক করে বলেছেন, নির্বাচনে স্বচ্ছতার অভাব দেশের জন্য আরও ‘অস্থিতিশীলতার কারণ হবে।’ খবর ডনের।
তোশাখানা মামলার শুনানি শেষে আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান খান বলেন, যদি সুষ্ঠু নির্বাচন না করা হয়, তাহলে এর ফলে আরও ‘অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা’ সৃষ্টি হবে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে কর্তৃপক্ষ ‘হয়রানি ও আটক করছে’।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে ক্র্যাকডাউন সম্পর্কে কথা বলতে গিয়ে ইমরান খান বলেন, জনগণের মধ্যে শিকড় থাকায় দলটিকে ভেঙে ফেলতে পারছে না।
দলত্যাগীদের সতর্ক করে ইমরান খান বলেন, পিটিআই ছেড়ে গেলে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে।
পিটিআইকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া ও দলটির প্রতীক কেড়ে নেওয়ার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন সাবেক ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ। রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য দেশটির রাষ্ট্রপতির প্রচেষ্টার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, আরিফ আলভি মধ্যস্থতার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ সম্পর্কে ইমরান খান বলেন, পাকিস্তানের ওপর ‘পলাতক’ কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে পাকিস্তান ‘অপূরণীয় ক্ষতি’ ভোগ করবে।
ভোটের মাত্র কয়েকদিন আগেও যদি তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় তাহলে পিটিআই এ যাবতকালের সবচেয়ে বড় সমাবেশ করবে বলে মন্তব্য করেন ইমরান খান।