নতুন বছর থেকেই নেটফ্লিক্স কর্তৃপক্ষ বন্ধুদের মধ্যে নেটফ্লিক্সের একাউন্ট পাসওয়ার্ড আদানে নিশেধাজ্ঞা জারি করেছে। কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন কীভাবে এই অভ্যাস আটকাবে এ সংস্থা? সে নিয়েই নেট দুনিয়ায় আলোচনা করছেন অনেকেই।
বর্তমানে নেটফ্লিক্স ব্যবহারকারীর সংখ্যা কম নয়। অথচ ব্যবহারকারীর তুলনায় সংস্থার বার্ষিক আয় খুবই কম। তাই সমীক্ষায় এই বিষয়টি উঠে আসতেই অনুসন্ধান শুরু করেছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে পাসওয়ার্ড শেয়ার বন্ধের নানা উপায় বের করার চেষ্টা করছিলেন নেটফ্লিক্সের প্রযুক্তিবিদরা।
নেটফ্লিক্স সংস্থার প্রধান রিড হেস্টিং সম্প্রতি জানিয়েছেন, একই পাসওয়ার্ড কত জন মিলে ব্যবহার করছেন, তা বুঝে ফেলবে নতুন প্রযুক্তি। আর তখনই পাসওয়ার্ড ভাগ করে নেওয়া আটকে দেবে সেটি।
নেটফ্লিক্সের পক্ষ থেকে সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই একটি পাসওয়ার্ড ব্যবহার করে একসঙ্গে তিন-চার জন অ্যাকাউন্ট খোলেন। সাবস্ক্রিপশনের অর্থ নিজেদের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় বাড়তি সুবিধা পাওয়া যেত এত দিন। এখন আর তা হবে না।
নেটফ্লিক্সের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করতে পারে দর্শক। তবে এ ক্ষেত্রে তাদের হাত-পা বাঁধা, সে কথা স্পষ্ট করে জানিয়েছে ওটিটি সংস্থাটি। তবে কর্তৃপক্ষ আশা করছে নতুন এ পদক্ষেপের ফলে নতুন দর্শক পাবে নেটফ্লিক্স।