Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদপঞ্চগড়ে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, আটক ৫

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, আটক ৫

জয় বাংলাদেশ: কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে পঞ্চগড়ে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় ৫ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে ‘সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। মিছিলটি পঞ্চগড় ঢাকা মহাসড়েকের পাশে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে আটকে দেয় পুলিশ। পরে তারা সড়কের ওপরে পথসভা করেন।

জানা গেছে, বিক্ষোভ শুরুর আগে ও পরে দুই দফায় জিল্লুর রহমান ও আলমগীর হোসেন নামের দুই শিক্ষার্থীসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে। এতে যত বাধাই আসুক, তা উপেক্ষা করেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে।

আটকের বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা গণমাধ্যমকে বলেন, চলমান অবস্থায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments