Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকপশ্চিমবঙ্গে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু

জয় বাংলাদেশ :আর জি করে ধর্ষণ-খুনের ঘটনার বিচারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এতে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার।

এই ২৯ জনের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক্স হ্যান্ডেলে পোস্ট করে এ কথা জানান তিনি।

তিনি লিখেন, দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র চিকিৎসকদের কাজ বন্ধ রাখার কারণে ২৯টি মূল্যবান জীবন হারিয়েছি আমরা। শোকাহত পরিবারগুলোকে রাজ্য সরকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ২ লাখ টাকা দেওয়া হবে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী দাবি করেন, জুনিয়র চিকিৎসকরা গত ৩২ দিন ধরে কর্মবিরতি পালন করছেন। এই সময়ের মধ্যে ২৭ জন মানুষের মৃত্যু হয়েছে। ৭ লাখ মানুষ সেবা পাননি। আলোচনার জন্য আমি অনেক চেষ্টা করলাম। কিন্তু পারলাম না।

বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অনেকে, মুখ্যমন্ত্রীর এমন দাবিকে মিথ্যা বলছেন চিকিৎসকরা। তাদের দাবি, কোনো হাসপাতালেই চিকিৎসাসেবা ব্যাহত হয়নি। সিনিয়র চিকিৎসকরা ডাবল শিফটে কাজ করে সেবা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments