Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদপাঁচ শতাংশও ভোট পড়েনি, দাবি গণতন্ত্র মঞ্চের

পাঁচ শতাংশও ভোট পড়েনি, দাবি গণতন্ত্র মঞ্চের

দ্বাদশ সংসদ নির্বাচনে পাঁচ শতাংশও ভোট পড়েনি বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, মানুষ ভোট বর্জন করেছে, কেন্দ্রগুলো ছিল বিরানভূমি। মানুষের ভোটাধিকার নিয়ে তামাশা করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রহসনের ডামি নির্বাচন জনগণ মানে না, অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে’ শিরোনামের ব্যানার সম্বলিত এক সমাবেশে তারা এসব কথা বলেন। গণতন্ত্র মঞ্চ এই সমাবেশের আয়োজন করে।

নেতারা বলেন, দেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক বিশ্বও এই নির্বাচন গ্রহণ করেনি। সেই ভয়ে এমপি-মন্ত্রীরা দ্রুত শপথ নিয়েছেন। তাদের ভয় কখন গনেশ উল্টে যায়। জনগণের আন্দোলনের মুখেই এই সরকারকে বিদায় নিতে হবে।

তারা আরও বলেন, মন্ত্রীরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি শুরু হয়েছে। জনগণ এই দৌরাত্ম্য মানবে না। অচিরেই নতুন গণশক্তি রাজপথে অবস্থান নেবে।

সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments